Bigg Boss 15- বান্টি অউর বাবলি ২-এর প্রমোশনে বিগ বসের সেটে গিয়ে চোখে জল সিদ্ধান্ত-র

সলমন খানের অনেক ভক্তরাই রয়েছেন যারা ভাইজান বলতে অজ্ঞান। তেমনই এক ভক্ত যদি হঠাৎ করেই সলমনের দেখা পান তাহলে তার কাছে সেটা হাতে চাঁদ পাওয়ার সমানই হবে। এমনটাই হল বিগ বসের সেটে।

Share this Video

সলমন খানের (Salman Khan) অনেক ভক্তরাই রয়েছেন যারা ভাইজান বলতে অজ্ঞান। তেমনই এক ভক্ত যদি হঠাৎ করেই সলমনের দেখা পান তাহলে তার কাছে সেটা হাতে চাঁদ পাওয়ার সমানই হবে। এমনটাই হল বিগ বসের সেটে। বান্টি অউর বাবলি ২-এর অভিনেতা (actor) সলমন খানের পরম ভক্ত। সলমনকে সামনে থেকে দেখে বিগ বসের সেটে কেঁদে ফেললেন। প্রসঙ্গত, বিগ বস ১৫-র (Bigg boss) টিআরপি এখন তুঙ্গে। এই রিয়ালিটি শো-এর মঞ্চে হাজির গোটা বান্টি অউর বাবলি ২ ছবির টিমের সদস্যরা। রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিলেন সিদ্ধান্ত। তিনি সামনে থেকে সলমন খানকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না। মুহূর্তে জানালেন ঠিক কত বড় ভক্ত তিনি ভাইজানের। সেখানে তাঁর চোখে জলও দেখা গেল। সিদ্ধান্তকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন সলমন খান। 

Related Video