সমুদ্র্রের নিচে রহস্যের গন্ধ, সোনাক্ষীর ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়

মলদ্বীপে ঘুরতে গিয়েছিলে সোনাক্ষী সিনহা। সেখানে গিয়ে নানান ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে। মলদ্বীপে গিয়ে তিনি কতটা এনজয় করছেন উঠে এসেছে সেই ছবি।
 

Share this Video

মালদ্বীপ সবার কাছেই এক স্বপ্নের দেশ। সুযোগ পেলে সেখানে যেতে কে না চায়। এখন অনেক ভারতীয়রাই সেখানে ছুটি কাটাতে বা হানিমুনে গিয়ে থাকেন। বলি তারকাদেরও পছন্দের ডেসটিনেশন এই মালদ্বীপ। কাজের ফাঁকে সময় পেলেই বলি তারকারা পারি দেন মালদ্বীপে। সেখানে গিয়ে হামেশাই ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁদের। মলদ্বীপে ঘুরতে গিয়েছিলে সোনাক্ষী সিনহা। সেখানে গিয়ে নানান ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে। মলদ্বীপে গিয়ে তিনি কতটা এনজয় করছেন উঠে এসেছে সেই ছবি। কখনও তাঁকে দেখা গিয়েছে সমুদ্রের ধার দিয়ে হেঁটে যেতে। কখনও আবার সমুদ্রের নীল জলে পা ভেজাতে। সেখানকারই আরও এক ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিও তাঁকে দেখা গিয়েছে সমুদ্রের নীচে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন সামথিং ফিশি গোয়িং অন হেয়ার। যার অর্থ তিনি সেখানে কোনও রহস্যের গন্ধ পাচ্ছেন। তবে জলের নীচে মাছ দেখেই তিনি এমন ক্যাপশন দিয়েছেন।

Related Video