করোনা কালে সুস্থ থাকার মূল মন্ত্র ইতিবাচক চিন্তা-ভাবনা, ভিডিও বার্তায় জানালেন সদগুরু

  • করোনা কালে সুস্থ থাকার মূল মন্ত্র ইতিবাচক চিন্তা-ভাবনা 
  • এমনটাই জানাচ্ছেন ইশা ফাউন্ডেশনের প্রধান সদগুরু
  • সোমবার তিনি কোভিড রেসপন্স টিমের হয়ে একটি অনলাইন বার্তা দেন
  • সেখানেই তিনি জানান এই কথা

Share this Video

করোনা কালে সুস্থ থাকার মূল মন্ত্র ইতিবাচক চিন্তা-ভাবনা। এমনটাই জানাচ্ছেন ইশা ফাউন্ডেশনের প্রধান সদগুরু। সোমবার তিনি কোভিড রেসপন্স টিমের হয়ে একটি অনলাইন বার্তা দেন। কিভাবে এই কঠিন পরিস্থিতি থেকে বেড়িয়ে আসা যায় সেটাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এখন সকলের খুব সাধারণ জীবণযাপন করাটাই উচিত। এমনটাই ভিডিও বার্তার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে জানালেন সদগুরু।

Related Video