মৃত্যু পথযাত্রী মায়ের জন্য গান গেয়ে ভাইরাল হয়েছিল ছেলে, সেই ছেলেই গানের মধ্যে খুঁজে নিলেন তাঁর মা -কে

  • করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মায়ের
  • সেই মায়ের জন্যই গান গাইলেন ছেলে
  • 'সুরের বাঁধনে বাঁধা ছিল মা-ছেলের সম্পর্ক'
  • এমনটাই গান গেয়ে জানালেন ছেলে
  • মায়ের জন্য ছেলের গানের এই ভিডিওই এখন সাড়া ফেলেছে নেট দুনিয়ায়

Share this Video

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মায়ের। সেই মায়ের জন্যই গান গাইলেন ছেলে। 'সুরের বাঁধনে বাঁধা ছিল মা-ছেলের সম্পর্ক'। এমনটাই গান গেয়ে জানালেন ছেলে। মৃত্যু পথযাত্রী মায়ের সঙ্গে এই ছেলেরই শেষ কথপকথন ছিল গানের মাধ্যমে। একজন চিকিৎসকই তার বর্ণনা করেছিলেন। সেই কাহিনি নিমেষের মধ্যে সাড়া ফেলে নেট দুনিয়ায়। পরে মায়ের জন্য ছেলের গানের এই ভিডিওই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

Related Video