Bhai Phonta 2021: ভাসুরই দাদার মতো, ভাইফোঁটায় ভাসুরকেই ফোঁটা দিলেন মানসী

ভাতৃ দ্বিতীয়ার দিন সারা বাংলার মানুষ মেতেছিল ভাইফোঁটায় (Bhai Phonta)। ভাইফোঁটার দিন সকলেই মেতেছিল ভাইফোঁটার আনন্দে। ভাসুরের সঙ্গে দাদা‐বোনের মতোই সম্পর্ক মানসীর (Manosi Sengupta)। ভাইফোঁটায় তাই ভাসুরকেই ফোঁটা দিলেন অভিনেত্রী। ব্যস্ততার মাঝেই সময় বার করে ফোঁটা দিলেন মানসী। ফোঁটা দিয়ে পেলেন সারপ্রাইজ গিফ্টও। ভাইফোঁটায় দাদাকেও বিশেষ উপহার দিয়েছেন মানসী। উপহারে শীতে ব্যবহার করার মতোই কিছু রয়েছে বলে জানালেন মানসী, শুধু তাই নয় তিনি জানালেন তিনি এমন উপহার দিয়েছেন যা তাঁর দাদা এবং বৌদি দুজনেই ব্যবহার করতে পারবে। তবে কী উপহার দিয়েছেন তিনি তা অবশ্য জানানি। ভাইফোঁটায় চুটিয়ে আনন্দ করেন অভিনেত্রী, এমনটাই জানালেন এশিয়ানেটের মুখোমুখি হয়ে। ভাইফোঁটায় চুটিয়ে খাওয়াদওয়া হবে বলেও জানান অভিনেত্রী, শুধু তাই নয় জানালেন রয়েছে স্পেশাল মেনুও। 
 

Share this Video

ভাতৃ দ্বিতীয়ার দিন সারা বাংলার মানুষ মেতেছিল ভাইফোঁটায় (Bhai Phonta)। ভাইফোঁটার দিন সকলেই মেতেছিল ভাইফোঁটার আনন্দে। ভাসুরের সঙ্গে দাদা‐বোনের মতোই সম্পর্ক মানসীর (Manosi Sengupta)। ভাইফোঁটায় তাই ভাসুরকেই ফোঁটা দিলেন অভিনেত্রী। ব্যস্ততার মাঝেই সময় বার করে ফোঁটা দিলেন মানসী। ফোঁটা দিয়ে পেলেন সারপ্রাইজ গিফ্টও। ভাইফোঁটায় দাদাকেও বিশেষ উপহার দিয়েছেন মানসী। উপহারে শীতে ব্যবহার করার মতোই কিছু রয়েছে বলে জানালেন মানসী, শুধু তাই নয় তিনি জানালেন তিনি এমন উপহার দিয়েছেন যা তাঁর দাদা এবং বৌদি দুজনেই ব্যবহার করতে পারবে। তবে কী উপহার দিয়েছেন তিনি তা অবশ্য জানানি। ভাইফোঁটায় চুটিয়ে আনন্দ করেন অভিনেত্রী, এমনটাই জানালেন এশিয়ানেটের মুখোমুখি হয়ে। ভাইফোঁটায় চুটিয়ে খাওয়াদওয়া হবে বলেও জানান অভিনেত্রী, শুধু তাই নয় জানালেন রয়েছে স্পেশাল মেনুও। 

Related Video