শুধু রাজই নন শুভশ্রীও ইউভানকে ফাঁকি মারতে শেখাবেন, জানালেন অভিনেত্রী

এবারের সরস্বতী পুজো রাজ-শুভশ্রীর কাছে ছিল খুব স্পেশাল। এবছরই সরস্বতী পুজোয় হাতিখড়ি হল ইউভান-এর। ইউভানের হাতেখড়ি নিয়ে এক্সাইটেড ছিল শুভশ্রী। শুভশ্রীর কথাতেই ছেলের এবার হাতেখড়ি, জানিয়েছিলেন রাজ।
 

Share this Video

এবারের সরস্বতী পুজো রাজ-শুভশ্রীর কাছে ছিল খুব স্পেশাল। এবছরই সরস্বতী পুজোয় হাতিখড়ি হল ইউভান-এর। ইউভানের হাতেখড়ি নিয়ে এক্সাইটেড ছিল শুভশ্রী। শুভশ্রীর কথাতেই ছেলের এবার হাতেখড়ি, জানিয়েছিলেন রাজ। রাজ ইউভানকে ফাঁকিবাজি শেখাবে বলে জানিয়েছিলেন। 'আমিও ইউভানকে ফাঁকি মারতে শেখাব', বললেন শুভশ্রী। সরস্বতী পুজোয় এবার পায়জামা-পাঞ্জাবী পরে দেখা গিয়েছিল ছোট্ট ইউভানকে। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। শুভশ্রীর কথাতেই ছেলের হাতেখড়ি এবার, জানান রাজ। ইউভান যে একটু একটু করে বেড়ে উঠছে সেই ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ার ধরেই। এবার ছেলের হাতিখড়িও দেয়ে দিলেন রাজ এবং শুভশ্রী। প্রতি বছরই তাঁদের সরস্বতী পুজো হয়। তবে এবার সরস্বতী পুজো তাঁদের কাছে খুব স্পেশাল, কারণটা ইউভানই। ছোট্ট ইউভানের হাতেখড়ির মধ্যে দিয়েই এবার পড়াশোনা শুরু করে দিল। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। 

Related Video