মেয়ে দিতিপ্রিয়াকে নিয়ে মার্কেটিং-এ বাবা প্রসেনজিৎ, সাতসকালে ভিড় জমল হাতিবাগানে

রবিবারের সকালে দেখা মিলল দিতিপ্রিয়া ও প্রসেনজিৎ-এর। বাবা প্রসেনজিৎ-এর হাত ধরে মার্কেটিং-এ বেরলেন মেয়ে দিতিপ্রিয়া। সাতসকালে হাতিবাগানের রাস্তায় বাংলার ছবির মেগাস্টার প্রসেনজিৎ। প্রসেনজিৎ-এর সঙ্গে আবার বাংলা ছবির নব প্রতিভা দিতিপ্রিয়া। যিনি আবার রানি রাসমণি চরিত্রের সুবাদে ঘরে ঘরে পরিচিত নাম। আসলে ১৭ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়ার'আয় খুকু আয়'। বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। ছবিতে প্রসেনজিৎ-এর নাম নির্মল মণ্ডল, দিতিপ্রিয়ার চরিত্রের নাম বুড়ি। 

| Updated : May 23 2022, 03:03 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সাতসকালে তিলোত্তমা হাজির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়।  বাবা প্রসেনজিৎ হাত ধরেই হেঁটে চলেছেন মেয়ে। আবার কখন চলন্ত গাড়ি থেকে মেয়ের হাত ধরে টেনে আনছেন নিজের দিকে। হাঁটাহাটির পাশাপাশি বায়নাক্কা জুড়ে দিয়েছেন মেয়ে। অবশেষে মেয়ের বায়নাক্কাতেই দাঁড়াতে হল সানগ্লাসের দোকানে। বেশ কয়েকটি সানগ্লাস দেখে তারপর বাছাই করে একটি সানগ্লাসও কিনে দিলেন প্রসেনজিৎ। তারপর আবার এগিয়েও গেলেন। এতক্ষণে সকলেই আসল বিষয়টি টের পেয়ে গেছেন। আসলে রাস্তায় ঘুরে ঘুরে কেনাকাটার পিছনে মূল বিষয়টি বুঝে গিয়েছেন সকলেই।  তবে প্রিয় তারকাদের এতটা কাছ থেকে এভাবে পাওয়াটাও অনেকে আশা করেনননি। কিন্তু হাতের এতটা নাগালে পেয়েও সুযোগটা কেউ হাতছাড়া করেননি। ততক্ষণে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিও শুরু হয়ে গেছে। এর সঙ্গে ধাক্কাধাক্কিও চলছে জোরকদমে। 
 

Related Video