Agnimitra Paul: ‘২৫০০০ চাকরি বাতিলের দায়ি মমতাকেই নিতে হবে!’ মমতাকে কাঠগড়ায় তুললেন অগ্নিমিত্রা পাল
২৬ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। SSC-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। এর জেরে মমতাকে কাঠগড়ায় তুললেন অগ্নিমিত্রা পাল। ‘২৫০০০ চাকরি বাতিল হওয়ার দায়ি মমতাকে নিতে হবে’ । ‘যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে মমতা তাদের বাঁচানোর চেষ্টা করছেন’ ।
২৬ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। SSC-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। এর জেরে মমতাকে কাঠগড়ায় তুললেন অগ্নিমিত্রা পাল। ‘২৫০০০ চাকরি বাতিল হওয়ার দায়ি মমতাকে নিতে হবে’ । ‘যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে মমতা তাদের বাঁচানোর চেষ্টা করছেন’ । ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত’ । দেখুন আর কী বললেন বিজেপি নেত্রী।