বলি তারকাদের ফুটবল, পায়ে বল নিয়ে কেরামতি দেখালেন রণবীর, সঙ্গ দিলেন অর্জুন, দেখুন ভিডিও

ফুটবল পায়ে ভেল্কি দেখালেন অভিনেতা রণবীর কাপুর। কম গেলেন না অর্জুন কাপুরও। না কোনও ছবির শুটিং নয় বরং মুম্বইয়ের জুহু এলাকার যমুনাবাই নারসে প্লেগ্রাউন্ডে প্রীতি ম্যাচে অংশ নিতে দেখা গেল এই দুই বলি তারকাকে। দুই তারকারই ফুটবল অসম্ভব প্রিয় খেলা। রণবীর ও অর্জুনের সঙ্গে মাঠে নেমেছিলেন টেলিভিশন ইন্ডাস্ট্রির অকঝাঁক অভিনেতা। ময়দানে হাজির হয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজও। অভিনেতাদের পরনে ছিল সবুজ জার্সি। অপর পক্ষ পরেছিল অরেঞ্জ জার্সি।
 

Share this Video

ফুটবল পায়ে ভেল্কি দেখালেন অভিনেতা রণবীর কাপুর। কম গেলেন না অর্জুন কাপুরও। না কোনও ছবির শুটিং নয় বরং মুম্বইয়ের জুহু এলাকার যমুনাবাই নারসে প্লেগ্রাউন্ডে প্রীতি ম্যাচে অংশ নিতে দেখা গেল এই দুই বলি তারকাকে। দুই তারকারই ফুটবল অসম্ভব প্রিয় খেলা। রণবীর ও অর্জুনের সঙ্গে মাঠে নেমেছিলেন টেলিভিশন ইন্ডাস্ট্রির অকঝাঁক অভিনেতা। ময়দানে হাজির হয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজও। অভিনেতাদের পরনে ছিল সবুজ জার্সি। অপর পক্ষ পরেছিল অরেঞ্জ জার্সি।

Related Video