রিয়ার বাড়িতে এনসিবি -র তল্লাশি, মাদক কান্ডে আটক রিয়ার ভাই

  • রিয়া ও স্যামুয়েল মিরান্ডার বাড়িতে এনসিবি -র হানা
  • শুক্রবার সকালে চালানো হয় তল্লাশি
  • সুশান্ত সিং মৃত্যুতে মাদকযোগের তদন্ত করতেই এই তল্লাশি
  • এক নজরে দেখেনিন সেই ভিডিও

Share this Video

শুক্রবার সকালে রিয়ার বাড়িতে তাল্লাশি চালায় এনসিবিআই -এর দল। ওই দিন সকালে স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও তল্লাশি চালায় তাঁরা। সুশান্ত সিং মৃত্যুতে মাদকযোগের তদন্ত করতেই এই তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই তাঁরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শৌভিক ও মিরান্ডাকে। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ চ্যাটের থেকে সুশান্ত সিং মৃত্যুতে মাদকের যোগ আছে এই বিষয়টি সামনে আসে। এর পরই তদন্তে নামে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই মাদক সরবারহে শৌভিকের সঙ্গে মিরান্ডার নামও উঠে আসে। এবার এই বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে তাঁদের। 

Related Video