Rupankar Bagchi: 'কেউ ডাকে না', জাতীয় পুরষ্কার প্রাপ্ত রূপঙ্করের ভয়ানক পরিস্থিতি

একসময় গান দিয়েই মন জয় করেছিলেন সকলের। আজও তাঁর গান পছন্দ করেন এরকম মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে ক্রমশ কি হারিয়ে যাচ্ছে রূপঙ্করের গান। সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওয় অভিমানী রূপঙ্কর। 
 

Share this Video

একসময় গান দিয়েই মন জয় করেছিলেন সকলের। আজও তাঁর গান পছন্দ করেন এরকম মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে ক্রমশ কি হারিয়ে যাচ্ছে রূপঙ্করের গান। সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওয় অভিমানী রূপঙ্কর। লাইভ ভিডিওয় রূপঙ্কর জানালেন তাঁকে কেউ ডাকেনা, তাঁর গলায় স্পষ্ট অভিমানের সুর। জাতীয় পুরষ্কার প্রাপ্ত রূপঙ্করের ভয়ানক পরিস্থিতি। মানুষকে গান শোনাতে বানিয়েছেন নিজের ইউটিউব চ্যানেল। তবে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম। লাইভ ভিডিও করে তেমনটাই জানালেই সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি। তাঁর চ্যানেল সাবস্ক্রাইব করার আবেদনও জানিয়েছেন রূপঙ্কর। ভবিষ্যতে আরও ভালো গান শুনতে এটাই আবেদন তাঁর।

Related Video