কাজের ফাঁকে শরীরচর্চা, রাস্তায় সাইকেল নিয়ে ছুটে চলেছেন সনু সুদ

  • সারাদিন কাজে ব্যস্ত থাকেন সনু সুদ
  • করোনা আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি
  • বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত
  • এই সব কাজের মাঝেই জোর কদমে চলছে তাঁর শরীরচর্চাও
  • নিজেকে ফিট রাখতে সাইকেল নিয়ে ছুটে চলেছেন সনু সুদ
     

Share this Video

করোনার জেরে ভারতে এখন শুধুই হাহাকার। প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলের কপালেই এখন চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে বরাবরই গরীবের মসিহা তিনি। তাই সারাদিন কাজে ব্যস্ত থাকেন সনু সুদ। করোনা আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এই সব কাজের মাঝেই জোর কদমে চলছে তাঁর শরীরচর্চাও। নিজেকে ফিট রাখতে সাইকেল নিয়ে ছুটে চলেছেন সনু সুদ।

Related Video