প্রথম বাবা বলে ডাকল ইউভান, আনন্দে আত্মহারা রাজ

  • রাজশ্রী পুত্র ইউভানকে নিয়ে নেট দুনিয়ায় মাতামাতির শেষ নেই
  • সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয় সে এখন
  • সেই ছোট্ট ইউভানই প্রথম বাবা ডাকল রাজকে
  • ছেলের মুখে প্রথম বাবা ডাক শুনে আনন্দে আত্মহারা রাজ

Share this Video

রাজশ্রী পুত্র ইউভানকে নিয়ে নেট দুনিয়ায় মাতামাতির শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয় এখন এই ছোট্ট ইউভান। কখনও তাকে দেখা যায় বাবার সঙ্গে বাইকে। কখনও আবার মায়ের সঙ্গে গাছ লাগাতে দেখা যায় তাকে। সেই ছোট্ট ইউভানই প্রথম বাবা ডাকল রাজকে। ছেলের মুখে প্রথম বাবা ডাক শুনে আনন্দে আত্মহারা রাজ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানালেন রাজ চক্রবর্তী। 

Related Video