সাফাই করাই নেশা, ৭১ বছরের বৃদ্ধ রামানন্দ নিজে হাতে পরিষ্কার করেন রাস্তার আবর্জনা
কোনও কাজেই বয়স যে কোনও বাধা নয় তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ৭১ বছরের বৃদ্ধ রামানন্দ দাস। বাড়ি নেই, দোকানেই বাস রামানন্দ বাবুর। রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড় এলাকায় একটি জামাকাপড়ের দোকান রয়েছে তাঁর। ৩৩ বছর ধরে রাস্তার আবর্জনা পরিষ্কার করে চলেছেন তিনি। পেশায় একজন ব্যবসায়ী হয়েও সাফাইয়ের কাজ তিনি করেন ভালোলাগা থেকেই। নিজে হাতে তিনি রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। জানালেন ভগোবানের আশির্বাদ ছাড়া কেউ এই কাজ করতে পারে না। পাশাপাশি তিনি এও জানালেন, এতে তাঁর শরীরচর্চাও হয়।
কোনও কাজেই বয়স যে কোনও বাধা নয় তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ৭১ বছরের বৃদ্ধ রামানন্দ দাস। বাড়ি নেই, দোকানেই বাস রামানন্দ বাবুর। রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড় এলাকায় একটি জামাকাপড়ের দোকান রয়েছে তাঁর। ৩৩ বছর ধরে রাস্তার আবর্জনা পরিষ্কার করে চলেছেন তিনি। পেশায় একজন ব্যবসায়ী হয়েও সাফাইয়ের কাজ তিনি করেন ভালোলাগা থেকেই। নিজে হাতে তিনি রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। জানালেন ভগোবানের আশির্বাদ ছাড়া কেউ এই কাজ করতে পারে না। পাশাপাশি তিনি এও জানালেন, এতে তাঁর শরীরচর্চাও হয়।