পুরুষদের যৌন সমস্যা সমাধানে খুব উপকারী এই ফল

গরমে ফলের বাজার ভরে গিয়েছে একাধিক সুমিষ্ট ফলে। যে কোনও ফলে রয়েছে একাধিক পুষ্টিগুণ। যা শরীর সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সাহায্য করে। এমন একাধিক উপকারি ফলের তালিকায় আছে আম, তরমুজ, কলা, আপেল থেকে আনারস। রয়েছে বেদানাও। সারা বছরই বেদানা পাওয়া যায়। মূলত অ্যানিমিয়া রোগীরে খেয়ে থাকেন এই ফল। তবে, জানেন কি এতে ভিটামিন কে, সি, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্গ ও ওমেগা ৬-র মতো উপাদান রয়েছে বেদানাতে। এটি শুধু শরীর সুস্থ রাখে এমন নয়। ছেলেদের যৌন সমস্যা দূর করে এই ফল বেশ উপকারী। জেনে নিন ছেলেরা কেন খাবেন বেদানার রস। 

Share this Video

স্কটল্যান্ডের এডিনবার্গের কুইন মার্গারেট ইউনিভার্সিটি কতৃক সদ্য একটি সমীক্ষা হয়। যেখানে দেখা গিয়েছে, দুই সপ্তাহ ধরে প্রতিদিন এক গ্লাস করে বেদানার রস খেলে টেস্টোস্টেরন গড় ২৪ শতাংশ বৃদ্ধি পায়। টেস্টোস্টেরন পুরুষদের একটি হরমোন। এটি পুরুষদের কন্ঠস্বর, পেশীর বৃদ্ধি, দাঁড়ির সঙ্গে সঙ্গে যৌনাঙ্গের সঠিক কার্যক্ষমতা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। টেস্টোস্টেরনের মাত্রা বাড়লে শুক্রাণুর গুণগত মান ঠিক হয়। 

Related Video