India@75: জাহাজের সওদাগরিতে ব্রিটিশদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন ভিওসি পিল্লাই

ভাল্লিয়াপ্পান ওলগানাথন চিদম্বরম পিল্লাই যিনি তাঁর সামুদ্রিক বাণিজ্য দিয়ে ব্রিটিশদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ভাল্লিয়াপ্পান বা ভিওসি পিল্লাই-এর কাহিনি আজও গভীর তাৎপর্য বহন করে। 

Share this Video

ভাল্লিয়াপ্পান ওলগানাথন চিদম্বরম পিল্লাই বা ভিওসি পিল্লাই, তামিল এই মানুষটি আজ তাঁর স্বদেশপ্রেমের মধ্যে স্বাধীনতার ৭৫ বছরে এক উজ্জ্বল তারা হয়ে রয়েছেন। ভিওসি পিল্লাই-এর ছিল জাহাজ ব্যবসা। আর সেই দিয়ে তিনি ব্রিটিশদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। তুতিকোড়ির ওট্টাপিদারাম-এ এক ধনী পরিবারে ১৮৭২ সালে জন্ম হয়েছিল ভাল্লিয়াপ্পান-এর। বাবার মতোই পেশাগত জীবনে তিনি আইনের ব্যবসাতে নাম লিখিয়েছিলেন এবং নিজেকে একজন আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু তরুণ বয়স থেকে দেশের পরাধীনতার শৃঙ্খলমোচনে হৃদয় উদ্বেল হয়ে উঠেছিল ভাল্লিয়াপ্পান-এর। স্বাধীনতার আন্দোলন তাঁকে উত্তেজিত করে তুলত ব্রিটিশ বিরোধিতায়। ১৯০৪ সালে বঙ্গভঙ্গ আন্দোলনেরই শুরু হয়েছিল জাতীয়বাদী আন্দোলন। তাতে অংশ নিতে ঝাঁপিয়ে পড়েছিলেন ভাল্লিয়াপ্পান। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনেও তিনি অরবিন্দ ঘোষ এবং বিপিনচন্দ্র পালের নেতৃত্বে অংশও নেন। যদিও পরবর্তীকালে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনে এক তাৎপর্য খোঁজার চেষ্টা করেন ভাল্লিয়াপ্পান। কংগ্রেসের কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি জাহাজ ব্যবসাও শুরু করেন। এই ব্যবসায় ব্রিটিশদের রীতিমতো কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি।

Related Video