Airforce Day 2022 : এয়ারফোর্স ডে- আকাশে উড়ল 'পশুরাম'

আজ এয়ারফোর্স ডে, সেই উপলক্ষে আকাশে উড়ল বায়ুসেনার ভিনটেজ যুদ্ধবিমান পশুরাম, বহুদিন আগেই এই বিমানটি বায়ু সেনার থেকে অবসৃত হয়েছে
 

Share this Video

আকাশে উড়ল বায়ুসেনার ভিনটেজ যুদ্ধবিমান পশুরাম | ১৯৪৪ সালে এই ডাকোটা ডি সি-৩ বিমান তৈরি হয়েছিল | ১৯৪৭ সালে এই যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় | ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ডাকোটা | এই বিমান বায়ুসেনার মাল পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিল | বহুদিন আগেই এই বিমানটি বায়ু সেনার থেকে অবসৃত হয়েছে | বর্তমানে বায়ুসেনার হেরিটেজ কালেকশনে স্থান করেছে ডাকোটা

Related Video