ভারতীয় সেনার বিশ্বজয়, শরীর দেখিয়ে পেলেন সোনা, দেখুন ভিডিও

কোরিয়ার জেজু আইল্যান্ডে  অনুষ্ঠিত হল একাদশতম বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। আর তাতেই বাজিমাত করলেন ভারতীয় সেনা হাবিলদার অনুজকুমার তালিয়ান। সকলকে তাক লাগিয়ে চ্যাম্পিয়নশিপের ১০০ কেজি বিভাগে সোনা জিতে নেন হাবিলদার অনুজ। ভারতীয় সেনার মাদ্রাজ  ইঞ্জিনিয়ার গ্রুপে কর্মরত অনুজ, যা মাদ্রাজ সাপার্স নামেই পরিচিত। ছোটবেলা থেকেই শরীরচর্চার প্রতি বাড়তি আগ্রহ ছিল অনুজের। বিশ্বমঞ্চে সেই স্বীকৃতি পেয়ে তাই  আপ্লুত ভারতীয় সেনার এই হাবিলদার। 

Share this Video

কোরিয়ার জেজু আইল্যান্ডে অনুষ্ঠিত হল একাদশতম বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। আর তাতেই বাজিমাত করলেন ভারতীয় সেনা হাবিলদার অনুজকুমার তালিয়ান। সকলকে তাক লাগিয়ে চ্যাম্পিয়নশিপের ১০০ কেজি বিভাগে সোনা জিতে নেন হাবিলদার অনুজ। ভারতীয় সেনার মাদ্রাজ ইঞ্জিনিয়ার গ্রুপে কর্মরত অনুজ, যা মাদ্রাজ সাপার্স নামেই পরিচিত। ছোটবেলা থেকেই শরীরচর্চার প্রতি বাড়তি আগ্রহ ছিল অনুজের। বিশ্বমঞ্চে সেই স্বীকৃতি পেয়ে তাই আপ্লুত ভারতীয় সেনার এই হাবিলদার। 

Related Video