ভেসে গেল মানুষ এমনকী গাড়িও, কয়েক ঘন্টার প্রলয়ঙ্কর বৃষ্টিতে পিঙ্ক সিটি হল ভেনিস, দেখুন

দীর্ঘদিন শুখা থাকার পর বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল রাজস্থানের রাজধানী জয়পুরে। শুক্রবার ভোরে সেই বৃষ্টি যেন প্রলয়ের রূপ নেয়। ছয়-সাত ঘন্টার একটানা বৃষ্টিপাতে পিঙ্ক সিটির রাস্তা একেবারে ইতালির ভেনিস শহরের মতো হয়ে যায়। য়েদিকে তাকানো যাচ্ছে শুধু জল আর জল। এমনকী সেই জলের তোড়ে কোথাও কোথাও মানুষ, কোথাওবা ছোট যানবাহন ভেসে যাওয়ার উপক্রম হয়। এমনকী আস্থা ভোটের গুরুত্বপীর্ণ অধিবেশনে যোদ দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা শচীন পাইলট-সহ কংগ্রেসী বিধায়কদের কনভয়-ও আটকে গিয়েছিল। জয়পুরে আগামী ৪৮ ঘন্টায় আরও বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে নয়াদিল্লির মৌসম ভবন। তবে পিঙ্ক সিটিতে কয়েক ঘন্টার বৃষ্টিতেই এই বন্যা পরিস্থিতি তৈরির পিছনে নিকাশী ব্যবস্থার সমস্য়া রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকী এদিন বৃষ্টির জমা জলেও শহরের কোথাও কোথাও বিপুল পরিমাণে প্লাস্টিক বাসতে দেখা গিয়েছে। সবমিলিয়ে রাজপুতদের এই শহরে গত কয়েক দশকে এমন ভয়ানক বৃষ্টিপাত দেখা যায়নি বলেই জানা গিয়েছে। 

Share this Video

দীর্ঘদিন শুখা থাকার পর বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল রাজস্থানের রাজধানী জয়পুরে। শুক্রবার ভোরে সেই বৃষ্টি যেন প্রলয়ের রূপ নেয়। ছয়-সাত ঘন্টার একটানা বৃষ্টিপাতে পিঙ্ক সিটির রাস্তা একেবারে ইতালির ভেনিস শহরের মতো হয়ে যায়। য়েদিকে তাকানো যাচ্ছে শুধু জল আর জল। এমনকী সেই জলের তোড়ে কোথাও কোথাও মানুষ, কোথাওবা ছোট যানবাহন ভেসে যাওয়ার উপক্রম হয়। এমনকী আস্থা ভোটের গুরুত্বপীর্ণ অধিবেশনে যোদ দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা শচীন পাইলট-সহ কংগ্রেসী বিধায়কদের কনভয়-ও আটকে গিয়েছিল। জয়পুরে আগামী ৪৮ ঘন্টায় আরও বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে নয়াদিল্লির মৌসম ভবন। তবে পিঙ্ক সিটিতে কয়েক ঘন্টার বৃষ্টিতেই এই বন্যা পরিস্থিতি তৈরির পিছনে নিকাশী ব্যবস্থার সমস্য়া রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকী এদিন বৃষ্টির জমা জলেও শহরের কোথাও কোথাও বিপুল পরিমাণে প্লাস্টিক বাসতে দেখা গিয়েছে। সবমিলিয়ে রাজপুতদের এই শহরে গত কয়েক দশকে এমন ভয়ানক বৃষ্টিপাত দেখা যায়নি বলেই জানা গিয়েছে।

Related Video