শীত পড়েছে জাঁকিয়ে, কমলালেবুর উৎসব শুরু ইম্ফলে

শীতকাল মানেই কমলালেবু।  দুপুরের নরম রোদে টক-মিষ্টি কমললেবু কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়ার মজাই আলাদা। আর সেই কমলালেবুর উৎসব শুরু হয়েছে মণিপুরের ইম্ফল শহরে। এবার ষোলতম বর্ষে পা দিল এই উৎসব। তামিংলঙ প্রাঙ্গনে রাজ্যের নানা প্রান্ত থেকে চাষিরা এসেছিলেন তাদের উৎপাদন করা সেরা কমলালেবুর সারি নিয়ে। 

/ Updated: Dec 20 2019, 01:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শীতকাল মানেই কমলালেবু।  দুপুরের নরম রোদে টক-মিষ্টি কমললেবু কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়ার মজাই আলাদা। আর সেই কমলালেবুর উৎসব শুরু হয়েছে মণিপুরের ইম্ফল শহরে। এবার ষোলতম বর্ষে পা দিল এই উৎসব। তামিংলঙ প্রাঙ্গনে রাজ্যের নানা প্রান্ত থেকে চাষিরা এসেছিলেন তাদের উৎপাদন করা সেরা কমলালেবুর সারি নিয়ে। তিন দিন ধরে চলবে এই কমললেবু উৎসব। যেখানে খোঁজ মিলবে মণিপুরের সেরা কমলার সম্ভার। সেরা কমলালেবু চেখে দেখতে প্রতিদিন বহু মানুষ হাজির হচ্ছেন তামিংলঙ প্রাঙ্গনে। এবছর ৩৭০জন কমললেবু চাষি অংশ নিয়েছিলেন এই উৎসবে। সেরা কমলালেবু উৎপাদকের জন্য পুরস্কারমূল্য ছিল ২ লক্ষ টাকা। দ্বিতীয় সেরা ব্যক্তির জন্য পুরস্কার মূল্য ১ লক্ষ টাকা আর তৃতীয় সেরা ব্যক্তি পাবেন ৭৫ হাজার টাকা। এছাড়াও প্রতিটি কমলালেবু চাষিকে মণিপুর সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে।