পালিত হচ্ছে 'পোষ্য' মাছের জন্মদিন, হল কেক কাটাও, দেখুন সেই ভিডিও

দেখতে দেখতে ২১ বছরে পা দিল 'সুইটি'। আর প্রিয় সুইটির জন্মদিনে পরিবারের লোকজন সকলে মিলে কেক কাটলেন। এখনও পর্যন্ত এই গল্পে নতুনত্ব কিছু নেই। কিন্তু অবাক হবেন , যখন শুনবেন এই সুইটি আসলে কে। সুইটি হল একটি বিশাল আকারের গোল্ড ফিশ। 

Share this Video


দেখতে দেখতে ২১ বছরে পা দিল 'সুইটি'। আর প্রিয় সুইটির জন্মদিনে পরিবারের লোকজন সকলে মিলে কেক কাটলেন। এখনও পর্যন্ত এই গল্পে নতুনত্ব কিছু নেই। কিন্তু অবাক হবেন , যখন শুনবেন এই সুইটি আসলে কে। সুইটি হল একটি বিশাল আকারের গোল্ড ফিশ। রামেশ্বরমের এক পরিবারের অ্যাকুয়ারিয়ামে গত ২০ বছর ধরে রয়েছে সে। এই এত বছরে যেন পরিবারের সদস্য হয়ে উঠেছে মাছটি। তাই নিজেদের প্রিয় পোষ্যের জন্মদিন কেক কেটে পালন করল পরিবারটি।

Related Video