মূক ও বধিরদের জন্য অভিনব উদ্যোগ, সাইন ল্যাঙ্গুয়েজ-এ বিজ্ঞাপন বিজেপির

সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজে বিজ্ঞাপন বিজেপির। এই প্রথম মূক ও বধিরদের জন্য বিজ্ঞাপন আনল বিজেপি। ভোটের প্রচার করতেই এই বিশেষ বিজ্ঞাপন। উত্তরপ্রদেশে পুনরায় ভাজপা সরকার আনতেই অভিনব উদ্যোগ।

Share this Video

সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজে বিজ্ঞাপন বিজেপির। এই প্রথম মূক ও বধিরদের জন্য বিজ্ঞাপন আনল বিজেপি। ভোটের প্রচার করতেই এই বিশেষ বিজ্ঞাপন। উত্তরপ্রদেশে পুনরায় ভাজপা সরকার আনতেই অভিনব উদ্যোগ। কী কী উন্নয়ন করতে চলেছে বিজেপি, উঠে এসেছে সেই ছবি। উত্তরপ্রদেশে আরও উন্নয়ন আনতে বিজেপির পাশে থাকার বার্তা। বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বিজেপির পাশে থাকার বার্তাই দেওয়া হয়েছে। জানা গিয়েছে বিজেপির আগে নাকি কোনও রাজনৈতিক দল এমন ভাবে ভাবেনি। এই প্রথম তারাই মূক ও বধিরদের জন্য বিজ্ঞাপন এনেছে। তবে সাংকেতিক ভাষার পাশাপাশি মুখোও বলা হচ্ছে কীসের বিজ্ঞাপন সেবিষয়ে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে। জোর কদমে চলছে ভোটের প্রচার। ভাজপা সরকারই কী আবার ফিরবে শাসনে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। আর বিজেপিকেই আবার ফেরাতে তারা জয় পেলে সেখানকার জন্য উন্নয়নের বিষয়ে কী কী পদক্ষেপ নেবে তাই উঠে এসেছে এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে। 

Related Video