দুই দেশের সম্পর্ক অটুট রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার পাঠালেন ভারতে
- বাংলাদেশ থেকে উপহার এল ভারতে
- ২৬০০ কেজি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
- ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি -র জন্য এই উপহার
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্যও এসেছে এই উপহার
ফলের রাজা আম, সেই আমই এবার উপহার হিসাবে এল ভারতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনে ভারতের প্রধানমন্ত্রী, এরাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য উপহার হিসাবে পাঠালেন হাড়িভাঙ্গা আম। বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে ২৬০ কার্টুনে মোট ২৬০০ কেজি আম এসেছে ভারতে, জানালেন বেনাপোলের ডেপুটি কমিশনার অনুপম চাতমা। এই উপহার দুই দেশের সম্পর্ক অটুট রাখবে বলেই জানালেন পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী।