তুলে নেওয়া হচ্ছে দার্জিলিং মেলের কানেক্টিং কোচ, আন্দোলনে নামলেন আইনজীবীরা
হলদিবাড়ি ও জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং মেলের ২টি কানেক্টিং কোচ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। ১০ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এই নতু নিয়ম। এর প্রতিবাদেই এবার বৃহত্তর আন্দোলনে নামলেন আইনজীবীরা। জলপাইগুড়ির জেলা ও দায়রা আদালতের পাশাপাশি সার্কিটে বেঞ্চেও চলে আইনজীবীদের প্রতিবাদ প্রদর্শন।
হলদিবাড়ি ও জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং মেলের ২টি কানেক্টিং কোচ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। ১০ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এই নতু নিয়ম। এর প্রতিবাদেই এবার বৃহত্তর আন্দোলনে নামলেন আইনজীবীরা। জলপাইগুড়ির জেলা ও দায়রা আদালতের পাশাপাশি সার্কিটে বেঞ্চেও চলে আইনজীবীদের প্রতিবাদ প্রদর্শন। আগামী দিনেও গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। ভবিষ্যতে বাড়ান হবে আন্দোলনের গতিও।
আগামী এপ্রিলে এনজেপি থেকে শিয়ালদহের মধ্যে দার্জিলিং মেলের নতুন এলএইচবি কোচ চালু হওয়ার কথা। যার ফলে কানেক্টিং কোচ দুটি এনজেপিতে জুড়ে দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছে রেল। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে।