এবার পুজোয় নতুন চমক, কলকাতার এক মন্ডপে দেখা মিলবে যন্ত্রমানবী মারিয়ার

  • করোনা ভুলে পুজোয় মেতেছেন কলকাতার পুজো উদ্যোক্তারা 
  • এবারও কলকাতার পুজোয় থাকছে বিশেষ চমক
  • পুজো মন্ডপে এবার দেখা মিলবে যন্ত্রমানবী মারিয়ার 
  • এক নজরে দেখে নিন কোথায় গেলে গেখতে পাবেন তাকে

Share this Video

বিজেপি করার অপরাধে মাথা ফাটিয়ে দেওয়া হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বড়নীলপুর চৌরঙ্গী ক্লাব এর কাছে। ওই ব্যক্তি সেখানকারই বিজেপির বুথ সভাপতি। আর সেই কারণেই মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অরিজিৎ কৈবর্ত দাস নামের ওই ব্যক্তি জানিয়েছেন ঘটনার দিন বাড়ি থেকে কাজে যাওয়ার সময় হঠাৎই তৃণমূলের বেশ কয়েকজন এসে তার ওপর হামলা করে। মেরে মাথা ফাটিয়েও দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল পার্টি অফিসের সামনে বিজেপি করার অপরাধে তাকে মারধর করা হয়েছে। শুধু তাই নয় বিজেপি করা চলবে না বলেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও সমস্ত ঘটনার কথাই অস্বীকার করেছে তৃণমূল। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।

Related Video