'মুখ্যমন্ত্রী বিজেপি-র বড় দালাল', কটাক্ষ অধীরের
কলকাতা ধর্মতলায় আনিস খান এবং তুহিনা খাতুনের নির্মম হত্যার প্রতিবাদ করে কংগ্রেস কর্মীরা। সিবিআই তদন্তের দাবিতে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনশন এবং অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে ধর্মতলায় ওয়াই চ্যানেলে। সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ অধীর চৌধুরীর।
কলকাতা ধর্মতলায় আনিস খান এবং তুহিনা খাতুনের নির্মম হত্যার প্রতিবাদ করে কংগ্রেস কর্মীরা। সিবিআই তদন্তের দাবিতে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনশন এবং অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে ধর্মতলায় ওয়াই চ্যানেলে। সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ অধীর চৌধুরীর। 'মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-র দালাল', বললেন অধীর। 'মুখ্যমন্ত্রীর জন্যই গোয়ায় হার হয়েছে কংগ্রেসের', দাবি অধীরের। আনিস খান হত্যাকাণ্ডের বিষয়েও মমতাকে বিঁধলেন অধীর। বাংলার সিট-এর অধিকর্তারা কুকুরের সমান, বললেন অধীর। এ বাংলার মানুষ বিচার পাবেন না, দাবি অধীরের। সেই সঙ্গেই তিনি পার্থ চট্টোপাধ্যায়কেও তীব্র ভাষায় আক্রমণ করেন।