'৫০০ নয় ১০০০ চাই', পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ২ পড়ুয়ার

শহরে প্রায়শই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সল্টলেকে গাড়ি নিয়ে বেরিয়ে চূড়ান্ত হেনস্থার অভিযোগ দুই পড়ুয়ার। গৌরব সাহা নামের এই যুবক ফেসবুকে জানিয়েছেন এই কথা।

Share this Video

শহরে প্রায়শই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সল্টলেকে গাড়ি নিয়ে বেরিয়ে চূড়ান্ত হেনস্থার অভিযোগ দুই পড়ুয়ার। গৌরব সাহা নামের এই যুবক ফেসবুকে জানিয়েছেন এই কথা। ঘটনার মুহূর্তের কয়েকটি ভিডিও শেয়ার করেন যুবক। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন শুভ বোস নামের এক যুবক। সকালের দুটি ক্লাস শেষ করে, তারা তখন সময় কাটাচ্ছিলেন গাড়িতে। এমনই সময় আচমকা একটি পুলিশ ভ্যান আসে। পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়াই তাঁদের গাড়ির তল্লাশি চালায় বলে অভিযোগ। এরপরেই তাঁদের গাড়ির কাগজ-পত্র দেখাতে বলা হয় বলে দাবি গৌরবের। দূষণের কাগজ ছাড়া গাড়ির সমস্ত কাগজও সে দেখায় বলে তাঁর দাবি। এরপর যুবকের কাছে ফাইন চাওয়া হয়। যুবক ৫০০ টাকা দিলে তাঁর কাছে ১০০০ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। ঘটনার মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। রাস্তায় কতটা নিরাপদ সাধারণ মানুষ, সে নিয়েও প্রশ্ন তুলেছে যুবক।

Related Video