মোদীকে চিঠি পাঠিকে কী বললেন অপর্ণা সেন! জয় শ্রীরাম প্রসঙ্গেও সরব অভিনেত্রী

গণপিটুনি ও হত্যা নিয়ে এবার মুখ খুললেন বিশিষ্টজনরা। নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি দিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনিকে ধর্মীয় উস্কানি দিতে ব্যবহার করা হচ্ছে। বলা হয়, ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর থেকেই ধর্মীয় হিংসার ঘটনা ঘটছে।

/ Updated: Jul 24 2019, 08:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গণপিটুনি ও হত্যা নিয়ে এবার মুখ খুললেন বিশিষ্টজনরা। নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি দিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনিকে ধর্মীয় উস্কানি দিতে ব্যবহার করা হচ্ছে। বলা হয়, ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর থেকেই ধর্মীয় হিংসার ঘটনা ঘটছে।

সাংবাদিক বৈঠকে এদিন অপর্ণা সেন জানান, জয় শ্রীরাম ধ্বনি তুলে বিদ্বেষ ছড়ানো  হচ্ছে। সংখ্যালঘু, খ্রিষ্টান, দলিত, মুসলিম এদের উপরে অনবরত আক্রমণ চলছে। এর বিরুদ্ধেই  আমরা সরব হয়েছি। এতে কোনও রাজনৈতি রং নেই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন মাত্র এই বিষয়টি দেখার জন্য। এই ধরনের অপরাধকে জামিন অযোগ্য করে দেওয়ার আবেদন করা হয়েছে।  এদের যাবজ্জীবন হওয়া দরকার। কারণ এ তো খিুন। হিন্দুদের সঙ্গেও এই অনাচার হলে বলব। মুসলিমদের উপরে হলেও বলব। যে কোনও মানুষকেই এভাবে গণপিটুনির মাধ্যমে যেন হত্যা না করা হয়।