জল বাঁচালে সম্পত্তি করে ছাড় দেবে সরকার, জানালেন মেয়র পারিষদ

  • জল ধরো জল ভরো প্রকল্পে সারা দিলেই মিলবে সম্পত্তি করে বিশেষ  ছাড়
  • সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Share this Video

জল ধরো জল ভরো প্রকল্পে সারা দিলেই মিলবে সম্পত্তি করে বিশেষ ছাড় ঘোষণা করলেন মেয়র পারিষদ অতীন ঘোষ। সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বহুতল বা বাড়ির ছাদে বৃষ্টির জলকে জমিয়ে রাখার ব্যবস্থা করলেই সম্পত্তি করে মিলবে বিশেষ ছাড়।জলের সংকট দূর করতেই এই প্রকল্প। ফিরহাদ হাকিমের মস্তিষ্কপ্রসূত এই পরিকল্পনা।পরিবেশ বাঁচানোর জন্য়ে শহরেও এবার ওয়াটার হারভেস্টিং বা জল সঞ্চয়ের ব্যবস্থা করলে করে ছাড় দেওয়া হবে।

Related Video