'গোহারা হারবে বিজেপি', পুরভোট নিয়ে বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

'বিধাননগরে বিজেপি ০ শূণ্য হবে', বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। পুলিশের কাজের প্রশংসা করতেও শোনা গেল তাঁকে। সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হবে বললেন জ্যোতিপ্রিয়। 'গোহারা হারবে বিজেপি', বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। 
 

Share this Video

'বিধাননগরে বিজেপি ০ শূণ্য হবে', বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। পুলিশের কাজের প্রশংসা করতেও শোনা গেল তাঁকে। সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হবে বললেন জ্যোতিপ্রিয়। 'গোহারা হারবে বিজেপি', বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রসঙ্গত, শনিবার সকাল থেকেই শুরু হয়েছে জেলায় জেলায় ভোট। পুর ভোটের দিকেই তাকিয়ে গোটা বাংলার মানুষ। ১২ ফেব্রুয়ারি মোট ৪ জায়গায় রয়েছে পুরভোট। শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল এবং চন্দনগরে রয়েছে ভোট। ভোট ঘিরে একাধিক জায়গায় উত্তেজনার ছবি উঠে আসছে। একই ছবি দেখা গিয়েছে বিধাননগরে। এদিন সকালেই বিধাননগরের এক কেন্দ্রে দেখা গিয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সেখানে গিয়ে বিজেপি প্রার্থী একাধিক গাড়ি নিয়ে কেনও ঘুরছেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তাঁর কথায় উঠে আসে বিজেপি যাই করুক তণমূলই জয়ী হবে। 'গোহারা হারবে বিজেপি', এমন কথাই বলতে শোনা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে।

Related Video