টানা বৃষ্টিতে জলমগ্ন সিএমআরআই

নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ জেলায় জেলায়। টানা বৃষ্টিতে জলবন্দি মহানগর। প্রবল বর্ষণে জলমগ্ন সেক্টর ফাইভ। সল্টলেকের একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। নিউটাউনে বাগজোলা খালের জলে ভাসছে রাস্তা। জল জমেছে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতেও। এমনকি জল জমেছে টিকিয়াপাড়া কারশেডেও। বৃষ্টির জেরে বাতিল হয়েছে দূরপাল্লার বহু ট্রেন। নিম্নচাপের জেরে বিঘ্নিত ট্রেন পরিষেবা। জল জমতে দেখা গেল কলকাতা সিএমআরআই -এর ভিতরও।


 

/ Updated: Jul 30 2021, 07:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ জেলায় জেলায়। টানা বৃষ্টিতে জলবন্দি মহানগর। প্রবল বর্ষণে জলমগ্ন সেক্টর ফাইভ। সল্টলেকের একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। নিউটাউনে বাগজোলা খালের জলে ভাসছে রাস্তা। জল জমেছে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতেও। এমনকি জল জমেছে টিকিয়াপাড়া কারশেডেও। বৃষ্টির জেরে বাতিল হয়েছে দূরপাল্লার বহু ট্রেন। নিম্নচাপের জেরে বিঘ্নিত ট্রেন পরিষেবা। জল জমতে দেখা গেল কলকাতা সিএমআরআই -এর ভিতরও।