মহানগরের রাস্তায় ট্রাক্টর, মিছিল করলেন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

  • ট্রাক্টর চালিয়ে মিছিল
  • এমনটাই করতে দেখা গেল কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে
  • ভিক্টোরিয়া থেকে গান্ধী মূর্তি পর্যন্ত ট্রাক্টর চালান তিনি
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও

Share this Video

'আগামী দিনে এক সঙ্গে বাংলা থেকে মোদী ও মমতাকে উৎখাত করব', বললেন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শক্রবার দিন ট্রাক্টর নিয়ে মিছিল করতে দেখা যায় তাঁকে। এদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল -এর সামনে থেকে গান্ধী মূর্তি পর্যন্ত ট্রাক্টর চালিয়ে মিছিল করেন তিনি। সেই সঙ্গেই তিনি জানান বাংলায় আগামী নির্বাচনের জন্য বাম কংগ্রেস জোট তৈরি। আমরা আগামী দিনে এক সঙ্গে লড়াই করে জিতব। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদ কৃষি আইনের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন হয়েছিল। তার পাশাপাশি অমিত শাহ -র বাংলা সফর নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন দুই দিন ধরে কোথাও মতুয়া, কোথায় আদিবাসীদের বাড়িতে খাচ্ছেন। তিনি যদি আদিবাসীদের এতই ভালোবাসেন তাহলে কেন হাথরসের সময় চুপ করে ছিলেন। রাজ্যের বেকারত্বের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর সমালোচনাও করেন অধীর, তিনি বলেন, দিদি সবাইকে মোটরবাইক দেবেন বলছেন। তার আগে পেট্রোল - ডিজেলের দাম কমিয়ে দিন তিনি। 

Related Video