ফের ২ দিনের ইডি হেফাজতে পার্থ-আর্পিতা, দেখা করতে পারবেন আইনজীবীরা

দীর্ঘ সওয়াল-জবাব-এর পর ২ দিনের ইডি হেফাজত। ফের ইডি হেফাজতে গেলেন পার্থ চট্টোপাধ্য়া, অর্পিতা মুখোপাধ্যায়। ই়ডি হেফাজতের বিরোধিতা করেছিলেন পার্থ ও অর্পিতাদের আইনজীবী। পার্থ-অর্পিতার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আদালতে বলেন আইনজীবীরা। আইনি প্রক্রিয়ার জন্য পার্থ-অর্পিতার সঙ্গে দেখা করাটা জরুরি, বলেন আইনজীবীরা। বিচারক আইনজীবীদের পার্থ ও অর্পিতার সঙ্গে দেখা করার অনুমতি দিয়ে দেন। 

/ Updated: Aug 03 2022, 11:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবার জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টে পেশ করা হয়। তাঁদের আরও বেশি দিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল ইডি। অন্যদিকে পার্থর জামিনের আবেদন জানায় তাঁর আইনজীবীরা।  তাদের যুক্তি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কিছু পাওয়া যায়নি। তারপরেও তাঁকে লাগাতার জেরা করা হচ্ছে। তা না করে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হোক। পার্থর আইনজীবীরা আরও জানান প্যান কার্ডের মাধ্যমেই অ্যাকাউন্টের ওপর নজরদারী চালান সম্ভব। এরপরই ইডির আইনজীবী পার্থকে আরও তিন দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে এদিন আদালতে ইডির পক্ষ থেকে বলা হয় তদন্তে যথাযথ সাহায্য করছে না পার্থ চট্টোপাধ্যায়। হেফাজতে নেওয়ার পর হাসপাতালেই ২ দিন ছিলেন পার্থ। তাই তাঁকে আরও জেরার প্রয়োজন রয়েছে। পার্থকে জেরা করার যথেষ্ট সময়ও তাঁরা পাননি বলে জানিয়েছেন। তারপরই আদালতের পক্ষ থেকে শুক্রবার পর্যন্ত দুই জনকে ইডি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়।