অনলাইনে খাবার অর্ডার করে কীভাবে প্রতারিত গড়িয়ার এই তরুণী, দেখুন ভিডিও

  • অভিনব প্রতারণার শিকার তরুণী
  • নামী ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করে প্রতারিত
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল দশ হাজার টাকা
     
/ Updated: Oct 18 2019, 06:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নামী ফুড ডেলিভারি অ্যাপে খাবারের অর্ডার দিয়ে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন এক তরুণী। অভিনব কায়দায় এই প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুর থানায়। গড়িয়ার বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, তাঁর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকারও বেশি খোয়া গিয়েছে। প্রতারিত ওই তরুণীর নাম শ্রুতি বিশ্বাস। তিনি গড়িয়ার শ্রীনগর এলাকার বাসিন্দা। 

অভিযোগ, গত ১৫ অক্টোবর নামী একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেছিলেন ওই তরুণী। অনলাইন পেমেন্টের মাধ্যমেই খাবারের দাম মিটিয়েছিলেন তিনি।  কিন্তু সেই খাবার তাঁকে ডেলিভারি করা হয়নি। এর পরে সংস্থার কাস্টমার কেয়ার বিভাগে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, খাবার দাম বাবদ দেওয়া টাকা তাঁকে ফেরত দেওয়া হবে না। এর পরেই টাকা ফেরানোর অছিলায় এক ব্যক্তি ফোন করে ওই তরুণীর থেকে তাঁর ইউপিআই পিন এবং ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য জেনে নেন। এর পরে দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট দশ হাজার চারশো টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।