বাগবাজার বস্তিতে বিধ্বংসী আগুন

  • বাগবাজার বস্তিতে ভয়াবহ আগুন
  • দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন
  • সারদা মায়ের বাড়ির এক অংশে আগুন 
  • ঘটনাস্থেলে দমকলের ২৫টি ইঞ্জিন
  • বহুতলেও ছড়িয়ে পড়েছে আগুন
  • প্রভাব পড়েছে যান চলাচলেও

Share this Video

বাগবাজার বস্তিতে ভয়াবহ আগুন। সেখানে দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। সারদা মায়ের বাড়িরও এক অংশে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। প্রথমে ঘটনাস্থেলে দমকলের ২০ টি ইঞ্জিন ইঞ্জিন পৌঁছায় ও পরে আরও ৫ টি ইঞ্জিন পৌঁছায়। প্রভাব পড়েছে যান চলাচলেও। গিরিশ পার্ক ও সেন্ট্রালে বন্ধ যান চলাচল। একের পর এক সিলিন্ডারের বিস্ফরণের কারণে আগুন ছড়িয়ে গোটা বস্তিতে। হতে হতের আপাতত কোনও খবর পাওয়া যায়নি। দলকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছে সেখানকার সাধারণ মানুষ। ক্ষুব্ধ মানুষজন ভাঙচুড় চালায় পুলিশের গাড়িতে।

Related Video