দেব গ্ল্যামারেই পুজোর অভিযান

  • শ্রীভুমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো
  • দেব-এর উপস্থিতিতেই খুঁটিপুজো
  • হাতে মাত্র কয়েকটা দিন
  • তরিঘড়ি প্রস্তুতিতে শ্রীভুমি স্পোর্টিং ক্লাব

Share this Video

শ্রীভুমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজোয় দেব। হাতে মাত্র আর তিন মাস। ফলেই তরিঘড়ি মাঠে নেমে পরলেন ক্লাবের কর্মকর্তারা। মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে রথের দিন খুঁটিপুজো হয়ে গেল শ্রীভুমিতে। উপস্থিত ছিলেন অভিনেতা, সাংসদ দেব। পুজো মানেই এক আনন্দ আয়োজন, বছর ঘুরতে না ঘুরতেই আবারও ঢাকে পরল কাঠি। দেব-এর মুখে সেই প্রসঙ্গই উঠে এল এই দিন। 

প্রতিবারের মতন এবারেও চমক থাকছে দর্শকের জন্য। থিম নয়, সাবেকিয়ানার মোড়কেই সেজে উঠবে শ্রীভুমি স্পোর্টিং ক্লাব। বানানো হয়েছে ভারতের সংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে মডেল, যা এবার তুলে ধরা হবে দর্শকের সামনে। 

Related Video