পাঁচ রাজ্যে বিজেপি-র জয় হবে, বিজেপি-র জয় নিয়ে আশাবাদী দিলীপ

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ। পাঁচ রাজ্যে বিজেপি-র জয় নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। 'বিজেপি-র সরকার সব জায়গায় হবে', বললেন দিলীপ। 'পঞ্জাবে সব থেকে ভালো রেজাল্ট আমাদের হবে', জানালেন দিলীপ।
 

/ Updated: Mar 10 2022, 11:01 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতি দিনের মতোই বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে যান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে জয় নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। বিজেপির সরকার সব জায়গায় হবে, দাবি দিলীপ ঘোষ-এর। তবে পাঞ্জাবে তো আমরা সরাসরি নেতৃত্ব দেয়নি অন্যান্য দলের সঙ্গে থাকতাম। এবারে আমরা নেতৃত্ব দিয়েছি পাঞ্জাবে, ভালো ফল হবে। গোয়ায় কি তৃণমূল ফ্যাক্টর হবে, এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কোনো ফ্যাক্টর হবে না। আমাদের ১১ টা আসন ছিল তাতেই আমরা সরকার চালিয়েছিলাম। এবারে আসন বাড়বে সরকার আমাদের হবে, বলেন দিলীপ ঘোষ। পামেলা গোস্বামীকে বিজেপির কালচারাল সেলের প্রধান হিসাবে বসানো হয়েছে। এপ্রসঙ্গে তিনি বলেন, ঠিক আছে নতুন নতুন লোক আনা হচ্ছে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। যারা সাংস্কৃতিক জগতের মানুষ তাদের সাংস্কৃতিক দায়িত্ব দেওয়া উচিত। বিধানসভায় বিজেপির লাড্ডু বিতরণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'পার্টি যখন ছোট ছিল আমি তখন লজেন্স বিতরণ করতাম। এখন পার্টি বড় হয়েছে এখন লাড্ডু খাওয়ানো উচিত আনন্দের দিনে। তবে অন্যরা খাবেন কি না জানি না আমাদের লোকেরাতো খাবে।'

Read more Articles on