দিল্লির পথে দিলীপ, বিমানবন্দর থেকেই দিলেন একাধিক বার্তা

  • দিল্লির পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
  • পার্লামেন্টের কমিটি মিটিংয়ে যাচ্ছেন তিনি
  • রাজ্যপাল -কে নিয়ে একাধিক কথা বলতে শোনা গেল তাঁকে
  • জানালেন আগামি মাসে ফের আসতে চলেছেন অমিত শাহ
     

Share this Video

দিল্লির পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পার্লামেন্টের কমিটি মিটিংয়ে যাচ্ছেন তিনি। সেই সঙ্গেই জানালেন দিল্লির ঠান্ডাও একেবারে দেখে আসবেন তিনি। বিমানবন্দর থেকেই একাধিক বক্তব্য রাখলেন তিনি। রাজ্যপাল -কে নিয়ে একাধিক কথা বলতেও শোনা গেল তাঁকে। এছাড়াও জানালেন আগামি মাসে ফের আসতে চলেছেন অমিত শাহ। কবে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দিন এখনও ঠিক হয়নি বলেই জানালেন। তবে প্রধানমন্ত্রী আপাতত আসছেন না বলেও তিনি জানালেন।

Related Video