Weather forecast: শীতের মাঝেই নিম্নচাপের ভ্রুকুটি, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

৩ তারিখ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। ৪ তারিখ দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ৫ তারিখ বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা।

/ Updated: Dec 02 2021, 09:57 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আপাতত মধ্য আন্দামান সাগরে লো প্রেশার হিসেবে আছে। ২ তারিখ পশ্চিম দিকে এসে ডিপ্রেশন ফর্ম করছে। ৩ তারিখ পশ্চিম, উত্তর পশ্চিমে মুভ করে মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোন ফর্ম করবে। ৪ তারিখ অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওডিশা উপকুলের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হিসেবে। ৩ তারিখ থেকে উপকুলবর্তী জেলা দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় অল্প বৃষ্টি শুরু হবে। ৪ তারিখ বৃষ্টির দাপট বাড়বে সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। উপকুলবর্তী জেলাগুলোয় কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ভারী বৃষ্টি। ৫ তারিখ বৃষ্টির দাপট বাড়বে। উপকুলবর্তী জেলাগুলোয় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৬ তারিখও বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে- মালদা, দুই দিনাজপুর, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। ৩ তারিখ থেকে রাতের তাপমাত্রা বাড়বে ৩-৪ ডিগ্রি।