জল জমে প্রবল সঙ্কটে বেহালার মানুষ, পাম্পিং স্টেশন ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করলেন ফিরহাদ

  • বৃষ্টির জল জমে চরম ভোগান্তি বেহালার মানুষের
  • এক সপ্তাহ কেটে গেলেও নামেনি সেই জল
  • তাই নিয়েই এবার বৈঠক করলেন ফিরহাদ হাকিম
  • ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন তিনি
     

Share this Video

বুধবার গার্ডেনরিচ পাম্পিং স্টেশন ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস এবং কলকাতা কর্পোরেশনের আধিকারিক তারক সিং। বৃষ্টির জল জমে চরম ভোগান্তির মধ্যে দিন কাটছে বেহালার মানুষদের। বৃষ্টির পর এক সপ্তাহ কেটে গেলেও সেখানকার বহু জায়গায় এখনও নামেনি সেই জল। তাই নিয়েই এবার বৈঠক করলেন ফিরহাদ হাকিম। বৈঠক শেষে তিনি জানালেন জল সমস্যা থেকে মুক্তির জন্য একাধিক পরিকল্পনা রয়েছে তাঁর।

Related Video