আমরা দাদার অনুগামী, শুভেন্দু অধিকারীর একের পর এক হোর্ডিং ঘিরে জল্পনা তুঙ্গে

  • আবারও খবরের শীর্ষে শুভেন্দু অধিকারী
  • শহরে একের পর এক হোর্ডিং পড়ছে তাঁর
  • কলকাতা শ্যামবাজারে এবার দেখা গেল তাঁর হোডিং 
  • তাই নিয়েই এখন জল্পনা তুঙ্গে
     

Share this Video

হাওড়া ময়দানের পর এবার খোদ উত্তর কলকাতায় হোর্ডিং পড়ল শুভেন্দু অধিকারীর। একের পর এক রাজনৈতিক ইঙ্গিত, এখন একরকম খবরের শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী। এবার আরও একবার উঠেএল তাঁর নাম। উত্তর কলকাতার শ্যামবাজারে এবার দেখা গেল তাঁর হোডিং ও পোস্টার। প্রসঙ্গত, যত সময় এগোচ্ছে ততোই তৃণমূলের সঙ্গে সম্পর্ক তিক্ত হচ্ছে শুভেন্দু অধিকারীর। তৃণমূল সূত্রের খবর দুই শীর্ষ তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বোঝানোর চেষ্টা করলেও, সেই চেষ্টা সফল হয়নি। উল্টে বিতর্ক আরো উস্কে দিল শহর কলকাতার এই পোস্টার। কেবল তাই নয়, এই পোস্টারে লেখা মন্তব্য তৃণমূল কংগ্রেসের অস্বস্থি যে আরো বাড়লো তা বলার অপেক্ষা রাখে না। খোদ কলকাতায় এবার শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। পোস্টারে শুভেন্দু অধিকারীর নাম দিয়ে লেখা রয়েছে দাদার অনুগামী। এর আগে রাজ্যের বিভিন্ন জেলায় এই ধরনের পোস্টার পড়লেও কলকাতায় দেখা যায়নি এই ছবি। এবার খোদ কলকাতায় দেখা গেল সেই ছবি। উত্তর কলকাতা শ্যামবাজারে পড়েছে এই হোডিং - পোস্টার। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা পরিষ্কার নয়। সব মিলিয়ে তাঁর এই হোর্ডিং ঘিরে শুরু হয়েছে নানান রাজনৈতিক জল্পনা। 

Related Video