রবিনসনস্ট্রিট কাণ্ডের পুনরাবৃতি, মৃত বাবার সঙ্গে একই ঘরে মেয়ে

  • রবিনসন ষ্ট্রিট কাণ্ডের কথা মনে করিয়ে দিল এই ঘটনা
  • এবার বাবার মৃত দেহ আগলে বসে থাকলো মেয়ে
  • পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে দেহ 
  • এক নজরে দেখেনিন সেই ভিডিও

Share this Video

রবিনসন ষ্ট্রিট কাণ্ডের কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা। এবার বাবার দেহ আগলে বসে থাকলো মানসিক ভারসাম্যহীন মেয়ে। ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায়। বাবা ও মেয়ে একসঙ্গেই থাকতেন সেই ফ্ল্যাটে। বাবা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের (৯০ বছর) মৃত্যু হয় দু'দিন আগেই আর তার পরেও বাবার সঙ্গে একই ঘরে ছিলেন মেয়ে নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। পরে পচা গন্ধ পেয়ে স্থানিয়রা খবর দেয় পুলিশকে। বুধবারে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে দেহ। এর আগেও তাদের পরিবারে এমন ঘটনা ঘটেছিল বলে সূত্রের খবর। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তাঁর স্ত্রী ও মেয়ে এক সঙ্গে আগলে রেখেছিলেন রবীন্দ্রনাথ বাবুর ছেলের দেহ।

Related Video