ঘোড় সওয়ারি মদন, পেগাসস ইস্যু -র প্রতিবাদ জানালেন মুখে কালো কাপড় বেঁধে

পেগাসস ইস্যু নিয়ে তোলপাড় চলছে সর্বত্র। এবার তারই প্রতিবাদে রাস্তায় নামলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। মুখে বাঁধা কালো কাপড় বেঁধে কালো ঘোড়া ছোটালেন মদন। এমনই অভিনব প্রতিবাদ করতে দেখা গেল তাঁকে। পেগাসস কান্ডের প্রতিবাদ এই ভাবেই করলেন তিনি। মহানগরের রাজপথে ঘোড়া নিয়ে চলল তাঁর প্রতিবাদ।
 

/ Updated: Jul 29 2021, 08:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পেগাসস ইস্যু নিয়ে তোলপাড় চলছে সর্বত্র। এবার তারই প্রতিবাদে রাস্তায় নামলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। মুখে বাঁধা কালো কাপড় বেঁধে কালো ঘোড়া ছোটালেন মদন। এমনই অভিনব প্রতিবাদ করতে দেখা গেল তাঁকে। পেগাসস কান্ডের প্রতিবাদ এই ভাবেই করলেন তিনি। মহানগরের রাজপথে ঘোড়া নিয়ে চলল তাঁর প্রতিবাদ।