কাশ্মীর ফাইলস দেখে সবাইকে ছবিটা দেখার পরামর্শ রাজ্যপাল-এর

মঙ্গলবার কাশ্মীর ফাইলস দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। কাশ্মীর ফাইলস দেখে সবাইকে ছবিটি দেখার পরামর্শ দিলেন তিনি। 'যারা এখনও ছবিটি দেখেননি সবাই দেখুন', বললেন রাজ্যপাল। 

Share this Video

কাশ্মীরি লপন্ডীতদের গল্প নিয়েই তৈরি দ্যা কশ্মীর ফাইলস। ইতিমধ্যেই সকলের মন ছুঁয়ে গিয়েছে এই ছবি। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে এই ছবি। মঙ্গলবার কাশ্মীর ফাইলস দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। কাশ্মীর ফাইলস দেখে সবাইকে ছবিটি দেখার পরামর্শ দিলেন তিনি। 'যারা এখনও ছবিটি দেখেননি সবাই দেখুন', বললেন রাজ্যপাল। সেই সঙ্গেই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও নানান মন্তব্য করলেন তিনি। অলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার কড়া পদক্ষেপও নিতে বললেন তিনি। তিনি বলেন যাঁরা গণতন্ত্রে বিশ্বাসী, যারা মানবতায় বিশ্বাসী তাঁদের এই ছবিটা দেখা অত্যন্ত প্রয়োজন। তিনি এও বলেন আমি কাউকে কোনওকিছুর পরামর্শ দিইনা। যারা ছবিটি দেখতে চান তাঁরা দেখতে পারেন। অন্যদিকে, দ্য কাশ্মীর ফাইলস মন জয় করে নিয়েছে সকলের। বক্সঅফিসে ৩০০ কোটিরও বেশি কালেকশন হয়েছে এই ছবির। ইতিমধ্যেই বহু বিজেপি নেতারাও এই ছবি দেখেছেন। শুধু তাই নয় কলকাতায় বিজেপি নেতৃত্বদের এক সঙ্গে বাসে করে যেতে দেখা গিয়েছে ছবিটি দেখতে।

Related Video