ভাইফোঁটায় মিষ্টিতে 'নো সমঝোতা' বোনেদের,দেখুন ভিডিও

উৎসবের মরসুম চলছে। দীপাবলির আলোয় মাতোয়ারা বাঙালি। মঙ্গলবার ভাইফোঁটা, তাই উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে রকমারি মিষ্টির সমারোহ। মহানগরীর প্রষিদ্ধ মিষ্টির দোকানগুলিতে তাই এখন হাঁক-ডাক। সেরার সেরা বাছাইয়ের প্রতিযোগিতা।

/ Updated: Oct 28 2019, 06:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


উৎসবের মরসুম চলছে। দীপাবলির আলোয় মাতোয়ারা বাঙালি। মঙ্গলবার ভাইফোঁটা, তাই উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে রকমারি মিষ্টির সমারোহ। মহানগরীর প্রষিদ্ধ মিষ্টির দোকানগুলিতে তাই এখন হাঁক-ডাক। সেরার সেরা বাছাইয়ের প্রতিযোগিতা। এই যেমন দক্ষিণ কলকাতার গুপ্তা ব্রাদার্সে নজরকাড়া ভিড়। ভাইদের প্লেটে সেরা আইটেমটি তুলে দিতে বোনেরা সকাল থেকেই পোঁছে গিয়েছেন বাছাই করা মিষ্টির খোঁজে। আইটেমের অভাব নেই। ভাইফোঁটা বলে নতুন নতুন আইটেম বানিয়েছে গুপ্তা ব্রাদার্স। কর্ণধারের কথায়, বছরের স্পেশাল দিনে তৈরি তাঁরাও। জিনিসপত্রের দাম বেড়েছে সব কিছুরই। প্রভাব থেকে বাদ পড়েনি মিষ্টান্ন ব্যাবসাতেও। তবে ভাইফোঁটার মতন উৎসবগুলিতে দাম একটু বাড়লেও ক্রেতারা কোনওরকম সমঝোতা করেন না, জানালেন মিষ্টান্ন প্রতিষ্ঠানের অধিকর্তা।