আইকোর মামলায় মদন মিত্র-কে তলব সিবিআই-এর

আইকোর মামলায় সিবিআই-এর তরফ থেকে তলব করা হয় মদন মিত্র-কে। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেখা যায় মদন মিত্রকে। সূত্রের খবর, সেখানে তাঁকে সকাল সোওয়া ১১টা থেকে দুপুর সোওয়া ১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে খবর, মদন মিত্র আইকোর থেকে টাকা নিয়েছিলেন সেই বিষয়ে তাঁকে জেরা করা হয়। এই মামলায় মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্রকেও তলব করা হয়েছে।

/ Updated: Sep 27 2021, 03:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আইকোর মামলায় সিবিআই-এর তরফ থেকে তলব করা হয় মদন মিত্র-কে। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেখা যায় মদন মিত্রকে। সূত্রের খবর, সেখানে তাঁকে সকাল সোওয়া ১১টা থেকে দুপুর সোওয়া ১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে খবর, মদন মিত্র আইকোর থেকে টাকা নিয়েছিলেন সেই বিষয়ে তাঁকে জেরা করা হয়। এই মামলায় মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্রকেও তলব করা হয়েছে।

Read more Articles on