'কবি গুরুর জাতীয় সঙ্গীতেও রয়েছে পঞ্জাবের উল্লেখ', জনসংযোগ বাড়াতে গুরুদ্বারে গিয়ে বললেন মমতা
ভবানীপুরের ভোট রয়েছে ৩০ সেপ্টেম্বর। ভোটের আগে ভবানীপুরের গুরুদ্বারে জনসংযোগ মমতার। বিকেল ৪টের সময় গুরুদ্বারে পৌঁছান তিনি। সেখানে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। মাথায় কাপড় দিয়েই গুরুদ্বারে ঢোকেন মমতা। সেখানে গিয়ে মমতা বলেন 'কবি গুরুর জাতীয় সঙ্গীতেও রয়েছে পঞ্জাবের উল্লেখ'। তাই শিখদের সঙ্গে বাংলার একটা সম্পর্ক রয়েছে।
ভবানীপুরের ভোট রয়েছে ৩০ সেপ্টেম্বর। ভোটের আগে ভবানীপুরের গুরুদ্বারে জনসংযোগ মমতার। বিকেল ৪টের সময় গুরুদ্বারে পৌঁছান তিনি। সেখানে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। মাথায় কাপড় দিয়েই গুরুদ্বারে ঢোকেন মমতা। সেখানে গিয়ে মমতা বলেন 'কবি গুরুর জাতীয় সঙ্গীতেও রয়েছে পঞ্জাবের উল্লেখ'। তাই শিখদের সঙ্গে বাংলার একটা সম্পর্ক রয়েছে।