নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় ধরনায় মন্ত্রীরা, দেখুন ভিডিও
- নাগরিকত্ব আইনের প্রতিবাদে জোরদার আন্দোলনে তৃণমূল
- কলকাতায় একদিনের প্রতীকী ধরনা দলের হেভিওয়েট নেতা ও মন্ত্রীদের
- দিনভর ধরনা চলল রাজ্যের বিভিন্ন প্রান্তে
- ঠান্ডা উপেক্ষা করে আন্দোলনে শামিল সাধারণ মানুষও
শ্যামবাজারে শশী পাঁজা, বেহালায় পার্থ চট্টোপাধ্যায়, খিদিরপুরে ফিরহাদ হাকিম, রাসবিহারীতে শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতায় ধরনায় বসলেন তৃণমূল কংগ্রেসে হেভিওয়েট নেতা ও মন্ত্রীরা। কোথাও বিধায়ক, তো কোথাও তৃণমূল নেতা, মঙ্গলবার দিনভর ধরনা চলল রাজ্যের বিভিন্ন প্রান্তেও। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এ রাজ্যে শাসকদলের আন্দোলনের তীব্রতা বাড়ছে। দলের নেতা-কর্মীরা তো বটেই, কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে এদিন ধরনায় সামিল হন সাধারণ মানুষও। সকলেরই অভিযোগ, ধর্মের ভিত্তিতে দেশের ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। সিএএ-র প্রতিবাদে রাজ্যে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের চারটি মিছিলও করেছেন তিনি। সেই আন্দোলনেরই অঙ্গ হিসেবে শনিবার রাজ্যে জুড়ে দলের বিধায়ক-নেতা-মন্ত্রীদের ধরনায় বসার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।