মোমিনপুরে ঘটনায় ও সুকান্ত মজুমদার গ্রেফতারের প্রতিবাদে ভি আই পি রোড অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের

মোমিনপুর যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ , এর প্রতিবাদে ভি আই পি রোড জোড়ামন্দির ক্রসিং এ বিকাল ৩টায় রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকরা 

/ Updated: Oct 10 2022, 11:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মোমিনপুর যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ | এর প্রতিবাদে ভি আই পি রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা , ভি আই পি রোড জোড়ামন্দির ক্রসিং এ বিকাল ৩টায় রাস্তা অবরোধ করে তারা |  দলীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখায় |  ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ | এর পর তাদের অবরোধ উঠে যায় |