Mominpur Violence : মোমিনপুরে হিংসা- ৪ ঘণ্টা পরে মুক্ত গ্রেফতার হওয়া সুকান্ত
গ্রেফতার হওয়ার ৪ ঘণ্টা পরে মুক্ত সুকান্ত মজুমদার , সোমবার দুপুরে চিংড়িহাটা মোড়ে গ্রেফতার হন , হিংসা বিধ্বস্ত মোমিনপুরে ঘটনাস্থলে যাচ্ছিলেন, সেই সময় সুকান্ত মজুমদারকে আটকায় পুলিশ |
গ্রেফতার হওয়ার ৪ ঘণ্টা পরে মুক্ত সুকান্ত মজুমদার | সোমবার দুপুরে চিংড়িহাটা মোড়ে গ্রেফতার হন , হিংসা বিধ্বস্ত মোমিনপুরে ঘটনাস্থলে যাচ্ছিলেন | সেই সময় সুকান্ত মজুমদারকে আটকায় পুলিশ, লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল সুকান্তকে | মুক্তি পাওয়ার পর মোমিনপুর হিংসা তীব্র আন্দোলনের হুমকি , গরিব-নিপীড়িত হিন্দুদের কেন হিংসার মুখে পড়তে হল? থানা থেকে বেরিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার | মোমিনপুর হিংসার প্রতিবাদে মিছিল করে রাজভবনে যান শুভেন্দু | মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপি | মোমিনপুর হিংসায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ শুভেন্দুদের